প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ‘ইউএনএইচসিআর’র বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
প্রধানমন্ত্রীকে তিনি জানান, সারা বিশ্ব রোহিঙ্গাদের সহায়তার জন্য বাংলাদেশের পাশে থাকবে।
রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আরও আন্তরিক হলে রোহিঙ্গাদের দুর্দশার দিন শেষ হবে।
সোমবার কক্সবাজার সফরে যান হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সোমবার ও মঙ্গলবার দুই দিন দিন তিনি বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সফরকালে তিনি রোহিঙ্গাদের কাছে তাদের করুণ পরিণতির গল্পও শোনেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন