প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বেলকুচিতে আ.লীগের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/05/20230522_161849-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিরাজগঞ্জের বেলকুচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেলকুচি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
সোমবার (২২ মে) বিকালে বেলকুচি উপজেলা আওয়ামী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার মুকন্দগাঁতী যাত্রী ছাউনি সম্মুখে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে দেন। রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু ছাইদ চাঁদ কর্তৃক সমাবেশে প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেগম আশানুর বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গাজী দেলখোশ আলী প্রামাণিক, ছাত্রলীগ নেতা ও সাবেক জিএস সেলিম সরকার, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল আহম্মেদসহ পৌর ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমূখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন