প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে গণভবনে ভিপি নুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে নয়, প্রধানমন্ত্রীর পাঠানো গাড়িতে গণভবনে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। শনিবার দুপুরে নুর নিজে এই তথ্য নিশ্চিত করেছেন। নুর ছাড়া নির্বাচিত অন্য ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়ের পরিবহনে গণভবনে যান।
নুরুল হক নুর জানান, ‘বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাকসুর বিজয়ী নেতাদের সাক্ষাৎ করার কথা রয়েছে।’
তিনি আরো জানান, ‘চায়ের দাওয়াতে আমরা সবাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করছি। এটা তো আর ব্যক্তিগত দাওয়াত নয়। ডাকসু ও হল সংসদে যারা জয়ী তাদের সবাইকে তিনি ডেকেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রী। আমাদের সবারই প্রধানমন্ত্রী।’
প্রসঙ্গত, হল সংসদের ২৩৪ এবং ডাকসুর কেন্দ্রীয় ২৫ জনসহ ২৫৯ জন আজ গণভবনে যাবেন। এর পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিসহ সংগঠনটির অনেক নেতা গণভবনে যাচ্ছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন