প্রধানমন্ত্রীর প্রতীকী কবর খোঁড়া সেই মোকছেদ গ্রেফতার
সাতক্ষীরায় ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী কবর খুঁড়ে নৈরাজ্য সৃষ্টিকারী জামায়াত ক্যাডার মোকছেদ আলী ওরফে খোকাকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দেবহাটা উপজেলার বহেরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোকছেদ দেবহাটার পুষ্পকাটি গ্রামের মৃত কিয়ামদ্দিন গাজীর ছেলে। তার বিরুদ্ধে নাশকতা ও চাঁদাবাজিসহ অর্ধ ডজন মামলা রয়েছে।
সাতক্ষীরার দেবহাটা থানার এসআই ইয়ামিন হোসেন মোকছেদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার মোকছেদ আলীর বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি পরবর্তী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, নাশকতা ও আগুন সন্ত্রাসে সক্রিয় অংশগ্রহণ, রাস্তা কাটা, গাছ কাটা, মানুষ হত্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী কবর খুঁড়ে সেখানে উল্লাস করে জনমনে আতঙ্ক সৃষ্টির একাধিক অভিযোগে মামলা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন