প্রধানমন্ত্রীর সফরের আগে ভারতীয় গণমাধ্যমে তিস্তা ইস্যু
২৫ মে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করবেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে দুই প্রধানমন্ত্রীর দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে: এই সফরে দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও একান্তে মিলিত হওয়ার সম্ভবনার কথা জানিয়েছে পত্রিকাটি।
তারা জানাচ্ছে: মমতার সঙ্গে শেখ হাসিনার বৈঠক নিয়ে এরই মধ্যে ভারতের রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। কারণ, তিস্তা পানিবন্টন চুক্তি আটকে আছে মমতার অমতের কারণে। ‘তিস্তা’ বাংলাদেশের জন্য স্পর্শকাতর ইস্যু বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ভারতের এই প্রভাবশালী সংবাদমাধ্যম।
ইতোমধ্যে শান্তিনিকেতন পরিদর্শনে গিয়ে ‘বাংলাদেশ ভবন’র নির্মাণ কাজের অগ্রগতি দেখে এসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সেসময় তিনি চলতি মে মাসের মধ্যেই ভবনটির নির্মাণ কাজ শেষ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেন। পাশাপাশি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগ্রহ এবং একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির ব্যাপারে শেখ হাসিনার চাওয়া জানিয়ে আসেন।
বাংলাদেশ ভবনে থাকছে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য হলরুম, পাঠাগার। দেশটির এমন পদক্ষেপ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে।
২৫ মে সকালে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
ভারতীয় সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত সফরের কার্যসূচি জানানো হয়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন