প্রধানমন্ত্রী বরখাস্ত, সংসদ স্থগিত; কী ঘটছে শ্রীলঙ্কায়?

হঠাৎ করেই শনিবার শ্রীলঙ্কার জাতীয় সংসদকে স্থগিত ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এর একদিন আগে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহেকে বরখাস্ত করেছেন তিনি।

শুক্রবার প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে আকস্মিকভাবে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু তারপরই হঠাৎ সংসদ স্থগিত করায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

এদিকে মাহিন্দা রাজাপাকসেকে প্রধানমন্ত্রী করায় বিষয়টি নিয়ে প্রতিবেশী ভারত কিছুটা দুশ্চিন্তায় পড়েছে। কারণ রাজাপাকসেকে চীনের সঙ্গে ঘনিষ্ঠ নেতা হিসেবে মনে করা হয়।

সংসদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করে মন্ত্রিসভার মুখপাত্র রাজিথা সেনারত্নে বলেন, আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সংসদ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট সিরিসেনাকে হত্যাপ্রচেষ্টার বিষয়ে প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে আন্তরিকভাবে তদন্ত করছেন না বলে সমালোচনা করার পর প্রেসিডেন্ট সিরিসেনার দল ইউনাইটেড পিপল’স ফ্রিডম অ্যালায়েন্স এবং বিক্রমাসিংহের ইউনাইটেড ন্যাশনাল পার্টির মধ্যে সম্পর্কের অচলাবস্থা দেখা দেয়।