প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছে ইবির ১০ শিক্ষার্থী
হুসাইন বিন আফতাব, স্টাফ রিপোর্টার : বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত ২০১৫ ও ২০১৬ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. হিলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন: আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাহমুদুর রহমান, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের মো. হাফিজুল ইসলাম, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিমুল রায়, আইন ও মুসলিম বিধান বিভাগের মোছা. রজবা খানম এবং পরিসংখ্যান বিভাগের সুমন বিশ্বাস।
এছাড়া প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬ এর জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন: আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আতিকুর রহমান, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মিঠুন বৈরাগী, আইন ও মুসলিম বিধান বিভাগের সোহরাব হোসেন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মো. সাঈদ আহমেদ এবং গণিত বিভাগের মো. আব্দুল আলিম।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা প্রধান এটিএম এমদাদুল আলম বলেন, ২০১৫ ও ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের স্নাতক (সম্মান) শ্রেণির প্রকাশিত ফলাফলের উপর ভিত্তি করেই তাদেরকে এ মনোনয়ন দিয়েছে ইউজিসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন