প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ চান না সারজিস-হাসনাত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে সংলাপে এখনো আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে (জাপা)।

জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না তা জানা না গেলেও প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৭ অক্টোবর) মধ্যরাতে নিজ নিজ ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই দুই সমন্বয়ক।

ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, ‘জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদের প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে?’

প্রায় একই ধরনের স্ট্যাটাস দিয়েছেন আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেছেন, ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করবো।’

৫ অক্টোবর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু হওয়া সংলাপে অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা সরকারের কাছে বেশকিছু বিষয় তুলে ধরেছে। তবে দলগুলোর আলোচনার প্রধান বিষয় ছিল জাতীয় নির্বাচন।