প্রধান বিচারপতির ফের দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত : অ্যাটর্নি জেনারেল
দেশে ফিরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মাহবুবে আলম।
এর আগে গত ১৪ অক্টোবর এক সংবাদ সম্মেলনে একই মন্তব্য করেছিলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা।
মাহবুবে আলম বলেন, ‘আমি আগেও বলেছিলাম, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দায়িত্ব গ্রহণ সুদূরপরাহত। আজকেও বলছি। কারণ, অন্য বিচারপতিরা যদি উনার সঙ্গে না বসতে চান, তাহলে তিনি কীভাবে বিচার করবেন?’
মাহবুবে আলম আরো বলেন, ‘ষোড়শ সংশোধনীর রিভিউর সঙ্গে প্রধান বিচারপতির আসা না-আসার কোনো সম্পর্ক নেই।’
গত ১৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে অস্ট্রেলিয়া যান প্রধান বিচারপতি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন