প্রধান বিচারপতির বাসভবনে গওহর রিজভীসহ অন্যরা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) সঙ্গে একে একে সাক্ষাৎ করছেন সরকার ও সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

শুক্রবার প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম ও হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজসহ বেশ কয়েকজন কর্মকর্তা।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার অফিসের নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবনে পৃথক পৃথক সময়ে উপদেষ্টা ও অন্য কর্মকর্তারা দেখা করেন।

গতকাল বৃহস্পতিবারই অস্ট্রেলিয়ান হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। তিনি যেকোনো সময় অস্ট্রেলিয়া চলে যেতে পারেন। এ কারণে তড়িঘড়ি করে একাধিক কর্মকর্তা তাঁর সঙ্গে দেখা করছেন বলে জানায় ওই সূত্র। তবে কখন তিনি অস্ট্রেলিয়া যাবেন সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দেখা করতে তাঁর বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আমিনুল ইসলাম। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন। প্রায় আধা ঘণ্টার মতো তিনি বাসায় ছিলেন। এরপর বেলা ১১টা ১০ মিনিটের দিকে একটি পতাকাবাহী গাড়ি নিয়ে গওহর রিজভী ওই বাসভবনে প্রবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১২টার দিকে তিনি বাসভবন থেকে বের হয়ে আসেন।

গওহর রিজভী বের হওয়ার পর প্রধান বিচারপতির বাসায় প্রবেশ করেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ। বেলা ১২টা ২০ মিনিটের দিকে বাসভবনে প্রবেশ করে বেলা ১টার দিকে বের হয়ে আসেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুটি ফাইল নিয়ে সন্ধ্যায় তাঁর বাসভবনে যান সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন এবং ২২ মিনিট পর ৭টা ২ মিনিটে বেরিয়ে আসেন।

গতকাল বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন আইনমন্ত্রী আনিসুল হক। একই দিন বেলা ১২টার দিকে অস্ট্রেলিয়ান হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেন প্রধান বিচারপতি। সস্ত্রীক গুলশানের অস্ট্রেলিয়ান ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আলাদা আলাদাভাবে ভিসার জন্য বায়োমেট্রিক করেন। এ সময় তাঁরা ভিসা আবেদন কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। অস্ট্রেলিয়ায় এস কে সিনহার ছোট মেয়ে রয়েছে।

গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। তবে বিএনপির অভিযোগ, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাঁকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।