প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিল : প্রধানমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/pm-20170821190823.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সংসদ ও রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলার আগে প্রধান বিচারপতির সরে যাওয়া উচিত ছিল।’
সোমবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেন। উল্লেখ করেন তাকে বাঁচাতে সেদিন আওয়ামী লীগ নেতা হানিফসহ নেতাকর্মীদের মানববর্ম তৈরির ত্যাগ তিতীক্ষার কথা।
শেখ হাসিনা বলেন, আমাদের ওপর হামলা করে আমাদেরেই উপর দোষ দেয়া হতে থাকলো। এমনও বলা হতে থাকলো- আমি নাকি ভ্যানিটি ব্যাগে করে বোমা নিয়ে গেছি। পরে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি বলল- এটা নাকি প্রতিবেশি দেশ ঘটিয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন