প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল বিঘ্নিত
পদ্মার প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিমুলিয়া প্রান্তে পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৪ শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক শাহ নেওয়াজ খালেদ জানান, বহরে ১৭টি ফেরির মধ্যে এখন চলাচল করছে ১৩টি ফেরি। ৪টি রোরো, ৪টি কে-টাইপ, ৪টি ডাম্প ও ১টি মিডিয়াম ফেরি চলছে। তীব্র স্রোতের কারণে নৌরুটটির লৌহজং টার্নিং পয়েন্টে ফেরিগুলো আটকে যাচ্ছে। এছাড়া যে ফেরিগুলো চলাচল করছে তাও সময় লাগছে প্রায় দ্বিগুণ। নতুন চ্যানেল দিয়ে চলতে গিয়ে পথ বেড়েছে ২ কিলোমিটার।
এসময় তিনি আরো জানান বর্তমানে শিমুলিয়ার কাছে পদ্মায় তীব্র স্রোত। পাহাড়ি ঢলের পানি নামছে সাথে পড়ছে পলি। তাই চ্যানেল সরু হয়ে গেছে। পুরনো চ্যানেল দিয়ে ফেরি কাঁঠালবাড়ি দিয়ে আসছে। আর শিমুলিয়া থেকে নতুন চ্যানেলে দু’ কিলোমিটার ঘুরে যাচ্ছে কাঁঠালবাড়ি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন