প্রবাসীদের জন্য চালু হলো ‘প্রবাসবন্ধু কলসেন্টার’
প্রবাসীদের দুঃখ-দুর্দশাসহ যে কোনো প্রয়োজনে চালু হলো ‘প্রবাসবন্ধু কলসেন্টার’। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ কলসেন্টারটি স্থাপন করেছে।
বুধবার (৩১ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা (জনসংযোগ) জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সৌদি আরব, জর্ডান ও মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য ‘প্রবাসবন্ধু’ নামে একটি কলসেন্টার চালু রয়েছে। প্রবাসে অবস্থানকারী কর্মীরা তাদের যে কোনো সমস্যা-সমাধান অথবা তথ্যের প্রয়োজনে সরাসরি কল সেন্টারের নম্বরে ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন। নম্বরটি হচ্ছে +৮৮০৯৬৫৪৩৩৩৩৩৩।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন