প্রবাসীদের ভোটার করার পরিকল্পনা রয়েছে : সিইসি
প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৃহস্পতিবার ভারতের দিল্লি সফরকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডায় বসবাসরত প্রবাসীদের ভোটারদের এসব দেশে অফিস করা হবে। এর আগে কারিগরি ও নন-কারিগরি টিম এসব দেশ ঘুরে সমীক্ষা চালাবে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন। নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিইসি আরও বলেন, জাতীয় নির্বাচনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণমূলক হয়েছে। ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ হাজার দেশীয় পর্যবেক্ষক ও ১৬০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোটারদের উদ্বুদ্ধ করতে ইসি মোবাইল এসএমএস, টিভি ও বেতারের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন