প্রভাবশালীদের ছত্রছায়ায় পাহাড় উজার করে বসতি
সিলেটে বসবাসের আড়ালে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে সমতল করে ফেলছে নিম্ন আয়ের মানুষ। এর ফলে জীবনের ঝুঁকি যেমন বাড়ছে তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, বদলে যাচ্ছে ভূ-প্রকৃতি।
অবশ্য পাহাড়-টিলা কেটে সমতল করতে পারলেই জমির দাম যেমন বেড়ে যায় কয়েকগুণ, তেমনি দখলদারিত্বও নিশ্চিত হয়। সুযোগ সৃষ্টি হয় জমির সব রকমের ব্যবহারের। এ কারণেই প্রভাবশালীদের ছত্রছায়ায় সরকারি ও বেসরকারি টিলা দখল করে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন করা হচ্ছে।
এছাড়া বসবাসবারী নিম্ন আয়ের মানুষকে দিয়ে রাতের আঁধারে অবৈধভাবে কেটে বানানো হচ্ছে সমতলভূমি। এতে পাহাড়-টিলা ধসে প্রাণহানীর আশঙ্কার মধ্যে বাধ্য হয়েই বসবাস করছে তারা।
তাই পাহাড়-টিলায় ঝুঁকিপূর্ণ বসবাস বন্ধ করতে প্রশাসনের কঠোর উদ্যোগ আশা করেন পরিবেশকর্মীরা।
পরিবেশকর্মীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে পাহাড়-টিলা রক্ষায় নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পরিসংখ্যান অনুযায়ী, সিলেটে শতাধিক দুর্গম পাহাড়-টিলা কেটে দশ হাজারের বেশি এমন কাঁচা-আধাপাকা বাড়ি নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে চ্যানেল আইয়ের একটি ভিডিও রিপোর্ট দেখুন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন