প্রশান্ত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর হেলিকপ্টার বিধ্বস্ত
প্রশান্ত মহাসাগরে টহলরত মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বহনকারী জাহাজের ওপর দেশটির নৌবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার জাহাজের ওপর হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। তবে এতে বেশ কয়েকজন আহত হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি।
সপ্তম নৌ-বহরের বিবৃতিতে বলা হয়েছে, আহত সব কর্মকর্তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তারা রোনাল্ড রিগ্যান মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। কিছু কর্মকর্তাকে মেডিক্যালে স্থানান্তর করা হবে। তবে কারো জীবনই শঙ্কার মধ্যে নেই।
মার্কিন নৌ-বাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন সেব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরই ওই হেলিকপ্টার যুদ্ধবিমান বহনকারী জাহাজের ওপর আঁছড়ে পড়ে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রশান্ত মহাসাগরের ফিলিপাইন সাগরে নিয়মিত অনুশীলনের সময় হেলিকপ্টার বিধ্বস্তের এ ঘটনা ঘটে। পারমাণবিক অস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরে টহল অব্যাহত রেখেছে।
সূত্র : এএফপি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন