প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ ইবি ছাত্রদলের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যেকোনো অনুষ্ঠান বিকাল ৪টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র-উপদেষ্টা দফতর। এই সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘উদ্ভট চিন্তা’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। এছাড়া আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা বলেন, গত ০৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের ওপর ছাত্র উপদেষ্টা দফতর থেকে কতিপয় যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী নতুন স্বাধীন বাংলাদেশের চেতনার পরিপন্থি।
বাক স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের স্বাধীনতা সংবিধান কর্তৃক স্বীকৃত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মের অজুহাতে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ করার হীনচেষ্টা করেছে প্রশাসন। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই অযৌক্তিক ও অগ্রহণযোগ্য শর্তাবলী প্রত্যাখ্যান করছি।
এছাড়া তারা বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী, ছাত্রসংগঠন (নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ব্যতিত), জেলাকল্যাণ সমিতি ও সামাজিক সংগঠনের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
প্রসঙ্গত, গত ০৯ ফেব্রুয়ারি ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ক্যাম্পাসের মধ্যে যেকোনো অনুষ্ঠানের অনুমতির জন্য ছাত্র উপদেষ্টা ও প্রক্টর বরাবর আবেদন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন শৃংখলা পরিস্থিতির বিঘ্ন ঘটতে পারে এমন কেউ অংশগ্রহণ করবেনা মর্মে নিশ্চয়তা প্রদান করতে হবে।
এছাড়া বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। যা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। এমন সিদ্ধান্তকে অযৌক্তিক ও প্রহসনমূলক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশসনকে দুষছেন শিক্ষার্থীরা। একইসঙ্গে অতিদ্রুত এমন সিদ্ধান্তকে বাতিলের দাবি জানিয়েছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন