প্রশ্নফাঁস বন্ধে শিক্ষামন্ত্রীর আস্থা ‘আগের পদ্ধতি’
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার বেলা সোয়া ৩টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আশা প্রকাশ করেন।
দীপু মনি বলেন, ‘নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে আমরা যাবতীয় ব্যবস্থা নিয়েছি। গতবার যে পদ্ধতিতে প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সম্ভব হয়েছিল। এবারো একই পদ্ধতি নিয়েছি। আশা করছি, প্রশ্নপত্র ফাঁস হবে না।’
অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কেউ যদি গুজব রটান, তাতে কেউ কান দিবেন না। অভিভাবক ও পরীক্ষার্থীরা যাতে প্রশ্নফাঁসের বিষয়ে প্রতারিত না হয়, সেদিকে সবাই লক্ষ্য রাখবেন।’
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রের কক্ষে আসন নিতে হবে। ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রবেশপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএস করে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে। পরীক্ষা সংশ্লিষ্টরা ছাড়া অন্য কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।’
তিনি বলেন, ‘কেন্দ্র সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধু কেন্দ্র সচিক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।’
দীপু মনি বলেন, ‘এ বছর ৮টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজার ৪৪১ ছাত্র ও ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ ছাত্রী রয়েছে। এবার মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭ ও মোট প্রতিষ্ঠানের সংখ্যা ২৮ হাজার ৬৮২টি।’
এ সময় শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান নওফেল, শিক্ষাসচিব সোহরাব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন