প্রাথমিকের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি নেই
এখন পর্যন্ত প্রাথমিকের বইয়ের ছাপার কাজের কোনও অগ্রগতি নেই। দরপত্র আহ্বান করার পর একমাসের কাছাকাছি সময় পার হলেও এখনও মুদ্রণ মালিকদের কাজই দিতে পারেনি জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
অভিযোগ আছে, মুদ্রণ মালিকদের অতি মুনাফার লোভ আর এনসিটিবির সমন্বয়হীনতাই ছাপার কাজ শুরু হতে দেরী হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার অক্টোবরের মধ্যে বিনা মূল্যের বই ছাপার কাজ শেষ করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
ফেব্রুয়ারি মাসে দরপত্র আহ্বান করলেও মদ্রণ মালিকদের সাথে কাগজের দাম নিয়ে টানাপড়নের কারনে গত মাসে পুন দরপত্র আহ্বান করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কাগজের দাম কমানোর জন্য পুন দরপত্র করলেও এ সংক্রান্ত বাজেট এখনও অনুমোদন হয়নি সরকারি ক্রয় সম্পর্কিত মন্ত্রীসভা কমিটিতে।
মুদ্রণ মালিকরা বলছে, এনসিটিবির কাজের গতিতে ঈদের পরে কাজ শুরু করতে হবে। ফলে সামনের বছরের জানুয়ারি মাসেও বই ছাপানোর কাজ শেষ করা সম্ভব না।
তবে এনসিটিবি বলছে, নির্দিষ্ট সময়েই বই ছাপানোর কাজ শেষ হবে। সর্বনিম্ন ৮০ হাজার টাকা থেকে সর্বচ্চ ৯৫ হাজার টাকা কাগজের দাম ধরে দরপত্র জমা দিয়েছে ব্যবসায়ীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন