প্রার্থী হয়েও ভোট দিতে আসেননি বাপ্পারাজ ও পরীমনি
অভিনেতা বাপ্পারাজ এবারের শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী হয়েছিলেন। প্রার্থী হয়েও নিজের ভোট দিতেই আসেননি এই অভিনেতা।
শুক্রবার সকাল থেকেই এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শুরু হয়। এই নির্বাচনে ৩৬৫ ভোটগ্রহণ করা হয়েছিল। এর মধ্যে দুজন প্রার্থী ভোট দিতে আসেননি।
একজন বাপ্পারাজ অপরজন পরীমনি। দুজনই দুই প্যানেল থেকে প্রার্থী হয়েছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বাপ্পারাজ ও পরীমনি ভোট দেননি। এ বিষয়ে বাপ্পারাজের মন্তব্য জানার জন্য গণমাধ্যমকর্মীরা ফোন দেওয়া হলে তিনি ধরেননি।
এর আগে একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, ‘আমি নির্বাচন করি না, করানো হয়।’ যার ফল যেন হাতেনাতেই দিলেন ‘ঢাকা ৮৬’ ছবির এই অভিনেতা।
এদিকে কাঞ্চন-নিপুণ প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছিলেন পরীমনি। মা হওয়ার খবর প্রকাশের পর জানিয়েছিলেন নির্বাচনী প্রচারণায় থাকবেন না। ভোট দেবেন না, সে কথা বলেননি। তবে অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তিনিও আসেননি ভোটকেন্দ্রে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন