প্রায় ৫ মাস পর ভারতের জন্য আকাশপথ খুলে দিল পাকিস্তান
বেসামরিক বিমান চলাচলের জন্য নিজেদের সব আকাশপথ খুলে দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। খবর ডন ও জিয়ো নিউজের।
গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলার পর পাকিস্তানের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ইমরান সরকার।
বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়, এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটে (এটিএস) প্রকাশিত সব ধরনের বেসামরিক চলাচলের জন্য পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত হয়েছে এবং এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এরপর রাত ১২টা ৪১ মিনিট থেকে ভারতীয় বিমানের পাকিস্তানের আকাশপথ উন্মুক্ত থাকার ঘোষণা আসে।
ইসলামাবাদের এই পদক্ষেপে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়া। পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকায় এয়ার ইন্ডিয়ার একাধিক আন্তর্জাতিক বিমানকে ভিন্নপথে চলাচল করতে হচ্ছিল।
উত্তেজনা অনেকটা কমে আসার পর পাকিস্তানের বিমানবন্দরগুলোতে আংশিক কার্যক্রম শুরু করা হলেও আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা অব্যাহত থাকে, এতে পাকিস্তানের আকাশপথ ব্যবহারকারী অনেক আন্তর্জাতিক এয়ারলাইন্স ক্ষতিগ্রস্ত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন