প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে শাহরুখের মশকরা
বলিউডের অলি গলিতে চলছে প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা। মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। চলতি বছরের মধ্যেই বিয়েটাও সেরে ফেলবেন তারা। প্রিয়াংকার প্রাক্তন বন্ধু শাহরুখ। তাই নায়িকার বিয়ে নিয়ে বলিউড বাদশার কাছে মতামত জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। এরপর প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে মশকরা করলেন শাহরুখ খান।
সাংবাদিকবার প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে শাহরুকের কাছে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘আমিও বিয়ে করছি। আপনাকে নিমন্ত্রণও করব। বিয়ের কার্ডও পাঠাব। বিশেষ করে মেহেদির দিন তো আপনি হাজির হবেনই।’
শাহরুখ খানের ওই জবাবে হেসে ফেলেন সাংবাদিকরা। হাসি দেখা যায় কিং খানের নিজের মুখেও। অর্থাৎ প্রিয়াংকা চোপড়া কিংবা তার বিয়ে নিয়ে শাহরুখ যে কোনো মন্তব্যই করবেন না, তা প্রকাশ্যে স্পষ্ট করে দেন বলিউড বাদশা। শাহরুখের আগে সালমান খানও বিরক্তি প্রকাশ করেছিলেন প্রিয়াঙ্কার বিয়ের খবরে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন