‘প্রিয়া সাহার বক্তব্যে কারো হাত আছে কিনা দেখা হবে’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছেন তা কাল্পনিক, উদ্দেশ্যেপ্রণোদিত।
তিনি বলেন, তার এ বক্তব্যের পেছনে অন্য কারো হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার ব্যাপারে সরকার রয়ে সয়ে এগোচ্ছে। সরকার মশা মারতে কামান দাগাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২২ জুলাই) সচিবালয়ের ঈদযাত্রা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরে ফেরা মানুষকে স্বস্তি দিতে বরাবরের মতো অতিরিক্ত বিআরটিসির বাস চালু করা হবে।
তিনি বলেন, ঈদ যাত্রায় যেন ঘরমুখো মানুষকে ভোগান্তির শিকার হতে না হয়, সে জন্য মহাসড়কে বা মহাসড়কের পাশে কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না।
এমনকি ঢাকা সিটি কর্পোরেশন এলাকাতেও নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবেনা। এ বিষয়ে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে চিঠি দিয়ে জানানো হয়েছে বলে জানান মন্ত্রী।
ঈদের আগের সাত দিন ও পরের তিনদিনসহ মোট ১১ দিন ২৪ ঘন্টা দেশের সব সিএনজি স্টেশন চালু থাকবে জানিয়ে কাদের বলেন, ঈদের আগের তিনদিন এবং পরের তিনদিন সড়ক মহাসড়কে ভারি যানবাহন ট্রাক, লরি চলাচল করতে দেওয়া হবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন