প্রেমিকা জর্জিয়ানার গর্ভে রোনালদোর চতুর্থ সন্তান
এখনও বিয়ে না করলেও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তিন সন্তানের বাবা হয়ে গেছেন। গত জুনে সারোগেসি পদ্ধতির মাধ্যমে জমজ সন্তান ইভা ও ম্যাতিওর বাবা হন রোনালদো।
সপ্তাহখানেক আগে জমজ সন্তানদের ঘরে আনেন রোনালদো। গতকাল মঙ্গলবার ৩২ বছর বয়সী এ ফুটবলার তারকা জানিয়েছেন, চতুর্থ বারের মতো বাবা হচ্ছেন তিনি।
এল মুন্ডু নামক একটি স্থানীয় পত্রিকাকে পর্তুগিজ ফুটবলার জানান, তার প্রেমিকা জর্জিয়ানা রদ্রিগুয়েজের (২২) গর্ভে বড় হচ্ছে তার চতুর্থ সন্তান। এতে তিনি অনেক খুশি।
রোনালদোর মডেল প্রেমিকা জর্জিয়ানা রদ্রিগুয়েজ যে মা হচ্ছেন সে গুজব ছড়িয়ে পড়ে গত ১২ জুলাই।
ইন্সটাগ্রামে রোনালদো একটি ছবি শেয়ার করেছিলেন মডেল প্রেমিকার সঙ্গে। ছবিতে রোনালদোর একটি হাত ছিল জর্জিয়ানার পেটে। সূত্র : ইউএস সাময়িকী
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন