প্রেমের কঠিন গল্প ‘হৃদয় দর্পনে তুমি’
কঠিন একটি প্রেমের গল্পে নির্মিত হয়েছে নতুন টেলিফিল্ম ‘হৃদয় দর্পণে তুমি’। মমর রুবেলের রচনায় ও জনপ্রিয় নাট্য নির্মাতা মনির হোসেন জীবনের পরিচালনায় মালয়েশিয়ার বিভিন্ন লোকেশনে টেলিফিল্মর শুটিং হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টবর) বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় রাত ১১টায় এটি প্রচারিত হবে ‘হৃদয় দর্পণে তুমি।
‘হৃদয় দর্পনে তুমি’ টেলিফিল্মে অভিনয় করেছেন অপূর্ব, অরিন, অঞ্জলী সাথী, পরান, তানিয়া রিতু, বাবুল আহমেদ, লিটন রেবেকা প্রমুখ।
‘হৃদয়ে দর্পনে তুমি’ সম্পর্কে পরিচালক মনির হোসেন জীবন বলেন, ভালোবাসার কঠিন একটি গল্প, আশাকরি টেলিফিল্মটি দর্শকের হৃদয় স্পর্স করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন