প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করতে যাচ্ছে চিলি

উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করতে যাচ্ছে চিলি। এ লক্ষ্যে প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট বুধবার একটি বিলে স্বাক্ষর করেন।

সমুদ্রে ভাসমান প্লাস্টিক সংগ্রহ বন্ধের লক্ষে শতাধিক উপকূলীয় এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। খবর এএফপি’র।

ব্যাচলেট বলেন, ‘আমাদের সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ’

রাজধানী সান্তিয়াগোর ২শ’ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পিচিলেমু সার্ফিং কেন্দ্রে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের উপকূলের সামুদ্রিক মাছ প্লাস্টিক খেয়ে বা গলায় আটকে মারা যাচ্ছে। এটি এমন একটি কাজ যা বাস্তবায়নে অবশ্যই সকলকে এগিয়ে আসতে হবে। ’

এদিকে, কেবল ১০২টি উপকূলীয় গ্রাম ও শহরেই নয়, এর বাইরেও প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে।
দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড জানায়, প্লাস্টিক ব্যাগকে বিদায় জানানোর ক্ষেত্রে চিলির এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ।

ডব্লিউডব্লিউএফ’র চিলি প্রধান রিকার্দো বোশার্দ বলেন, ‘আমরা আশা করছি যে পার্লামেন্ট সদস্যরা দেশের মঙ্গলের জন্য এই পদক্ষেপের প্রতি জোরালো সমর্থন জানাবেন। ’

উল্লেখ্য, আমেরিকার সায়েন্স ম্যাগাজিনে ২০১৫ সালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বছরে প্রায় ৮০ লাখ টন প্লাস্টিক সমুদ্রে ফেলা হচ্ছে যা পরিবেশের জন্যে মারাত্মক হুমকি।