ফখরুলদের গাড়িতে ত্রাণ-ই ছিল না : হাছান মাহমুদ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে স্থানীয় দুই পথচারীর আহত হবার অভিযোগের পর এবার তার গাড়িতে ত্রাণ-ই ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। শুক্রবার রাজধানীর হোটেল রাজমনি ইশাঁ খাঁতে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাহাড় ধসের ৬ দিন পর ওখানে গেলেন ত্রাণ দিতে। কিন্তু তার গাড়িতে কোন ত্রাণই ছিল না। এরপর ঘটলো আরেক ঘটনা।
তিনি বলেন, এই যে ত্রাণ ছাড়া তারা গেলেন, তাও আবার ঘটনার এতদিন পর; পুরো বিষয়টিই উদ্দেশ্যপ্রণোদিত।
রাঙামাটিতে যাওয়ার পথে গত ১৮ জুন রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের গাড়িবহরে হামলা করা হয়। বিএনপি এই হামলার জন্য আওয়ামী লীগের সংসদ সদস্য হাছান মাহমুদকে দায়ী করেছে। অন্যদিকে হাছানের দাবি, বিএনপির গাড়িবহরের ধাক্কায় দুজন আহত হলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওই হামলা চালায়।
এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার পাল্টা মামলায় বিএনপির নেতা-কর্মীদের আসামি করা হয়।
ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন