ফখরুলের আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন (বগুড়া-৬) শূন্য ঘোষণা করা হয়েছে।
একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের শেষদিন মঙ্গলবার অধিবেশন চলাকালে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী আসনটি শূন্য ঘোষণা করেন।
কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি সংসদকে অবহিত করেন স্পিকার।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে আটজন সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন ছয়জন।
নির্বাচিত এই সংসদ সদস্যের মধ্যে ইতোমধ্যে সাতজন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।
সংবিধান মোতাবেক নব্বই দিনের মধ্যে শপথ নেওয়ার বিধান রয়েছে। সেই হিসাবে ২৯ এপ্রিল নির্ধারিত তারিখ শেষ হয়ে গেছে।
শেষ দিন (২৯ এপ্রিল) মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া শপথ নেন বিএনপির চারজন সংসদ সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন