ফরিদপুরের চরভদ্রাসনে ইয়াবাসহ আটক ১
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৩৫ পিস ইয়াবাসহ মোঃমিজানুর রহমান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫জানুয়ারি) রাত ১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আমিরা ব্রিজ এর পশ্চিম ঢালে জনৈক্য ইখলাস উদ্দিন এর চায়ের দোকানের সামনে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে মোঃমিজানুর রহমান কে ৩৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
জানা যায় চরভদ্রাসন থানার এস আই ওয়াছেক মিয়ার নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারে চরভদ্রাসন সদর ইউনিয়নের আমিরা ব্রিজ এর পশ্চিম ঢালে জনৈক্য ইখলাস উদ্দিন এর চায়ের দোকানের সামনে বেচাকেনা হচ্ছে তারি পরিপ্রেক্ষিতে
এস আই মোঃ শাহিনুর রহমান,এএসআই সাহাদাত হোসেন ও সঙ্গী ফোর্সের সহযোগিতায় অভিযান করে মাদক ব্যবসায়ী একজনকে আটক করা হয়।
মিজানুর রহমান ফরিদপুর সদর কোতয়ালী থানার ছনের টেক আরশাদ মুন্সির ডাংঙ্গীর মোঃকুদ্দুস মোল্লার ছেলে।
এ বিষয়ে চরভদ্রাসন থানা ওসি মোঃ আব্দুল ওহাব বলেন, মাদকের বিষয়ে সরকার নির্দেশিত জিরো টলারেন্স নীতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে এবং একটি মাদক আইনে মামলা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন