ফরিদপুরের চরভদ্রাসনে ১০০ পিস ইয়াবাসহ আটক ১ জন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ বিপ্লব কুমার সরকার (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চরভদ্রাসন থানা পুলিশ।।
মঙ্গলবার(৩১ অক্টোম্বর) বেলা ১১ টায় কামারডাঙ্গী এলাকার ৭নং ওয়ার্ডের চিত্ত রঞ্জন সরকারের বসতঘরে অভিযান চালিয়ে বিপ্লব কুমার সরকারকে ১০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
জানা যায় চরভদ্রাসন থানার এস আই শাহিন মিয়ার নেতৃত্বে গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারে কামারডাঙ্গী এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে তারি পরিপ্রেক্ষিতে এ এস আই আলী আকরাম,ও এ এস আই ইকবালের সহযোগিতায় অভিযান করে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আসামী বিপ্লব কুমার সরকার ফরিদপুর চরভদ্রাসন উপজেলার ৬নং ওয়ার্ড বালিয়াডাঙ্গী গ্রামের সুভাষ চন্দ্র সরকারের পুত্র।
তিনি দীর্ঘদিন যাবদ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসচ্ছে।
এ বিষয়ে চরভদ্রাসন থানা ওসি সেলিম রেজা বলেন, মাদকের বিষয়ে সরকার নির্দেশিত জিরো টলারেন্স নীতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বদা সতর্ক ও কঠোর অবস্থানে এবং একটি মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন