ফরিদপুরের ভাঙ্গায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত

ফরিদপুরের ভাঙ্গায় বর্নিল শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে এ উপলক্ষে বিএনপি,কৃষক দল ও তার অংগসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পৌরসভার সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ পাড় বাসস্টান্ডে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে সোবাহান শামীম, নাজমুল হোসেন, সহ-সাধারন সম্পাদক ওসমান মুন্সী,আলমগীর কবিরাজ,উপজেলা শ্রমিক নেতা আক্তার মুন্সি, ওসমান মাতু্ব্বর, ফারুক হোসেন সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন