ফরিদপুরের ভাঙ্গায় ১৩ দফা দাবিতে কৃষি শ্রমিক ফেডারেশনের অবস্থান কর্মসূচি পালন
ফরিদপুরের ভাঙ্গায় ১৩ দফা দাবিতে বাংলাদেশ কৃষি শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
শনিবার (২৯ জুলাই) সকালে উপজেলার ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনের সড়কে শ্রমিক সমিতি ভাঙ্গা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছন।
এসময় তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনে পূনরায় একত্রিত হয়ে তাদের দাবী সমূহ তুলে ধরেন। এসময় তারা বলেন বিএডিসি গবেষণা সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিয়মিত করন, নিয়মিত শ্রমিকদের মজুরি দৈনিক ১হাজার টাকা এবং অনিয়মিত শ্রমিকদের ৯শ ৫০ টাকা বৃদ্ধি করন, বৈশাখী ভাতা প্রদান,নিয়োগ অবসানের ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন হারে মজুরি প্রদান ও শ্রমিকদের আবাসন ব্যবস্থা করা সহ ১৩ টি দাবী বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছেন।
তারা বলেন আমাদের ১৩ টি দাবী যার সবাই যৌক্তিক দাবী। আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। দ্রব্যমূল্যের বাজারে আমাদের সামান্য চাওয়া যেন সরকার মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে। আমরা অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে সামান্য দাবীসমুহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টির প্রতি দৃষ্টি দিবেন এমনটাই প্রত্যশা।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আঃ আলী,সাধারণ সম্পাদক আতিকুর রহমান,মোঃ শাহাবুদ্দিন,বুলু শেখ,রোকেয়া বেগম। উপস্থিত ছিলেন সংগঠনের আল আমিন,মুক্তার ব্যাপারী,আঃ ওয়াদুদ,খোরশেদা বেগম,চঞ্চল
বিশ্বাস,মহিবুল্লাহ,আনোয়ারুল ইসলাম,শহিদুল শিকদার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন