ফরিদপুরের ভাঙ্গায় ইয়াবাসহ এক মাদক কারবারী আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/IMG_20221231_171101-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুলবাজার থেকে করম আলী (৫২) নামে এক মাদক কারবারীকে ইয়াবাসহ আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য পাতরাইল গ্রামের মৃত ছত্তর খালাসীর ছেলে।
ভাঙ্গা থানার এস.আই জুয়েল জানান, শুক্রবার রাত ৯টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো: হেলাল উদ্দিন ভূইয়া মহোদয়ের নির্দেশনায় ও ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম স্যারের সার্বিক তত্বাবধানে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে করম আলীর বাড়িতে অভিযান চালাই। অভিযানের একপর্যায়ে করম আলীর দেহ তল্লাশি করে তার হাতের মুঠোর ভিতর একটা প্যাকেটে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করি ও তাকে আটক করি।
এ ঘটনায় ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২০১৮ সালের ৩৬এর(১)সারনির ১০(ক) এর ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন