ফরিদপুরের ভাঙ্গায় প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/acland-bick-mobile-court-15.01.23-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর শহরে যানজট নিরসনে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারী) সকালে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে দক্ষিণপাড় বাসস্টান্ডে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল হাসান বলেন , অনুমোদনহীন, রেজিষ্ট্রেশনবিহীন, লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গাড়ীচালনা প্রতিরোধে এবং আইন লংঘনের অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালক, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট, হেলমেট ইত্যাদি অপরাধের মামলায় জরিমানা আদায় করা হয়।
গাড়ী চালনার সময় প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রযোজ্য আইন মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন