ফরিদপুরে বাড়ির কেয়ারটেকারকে নৃশংসভাবে হত্যা করলো দুর্বৃত্তরা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/1000086088-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফরিদপুরের ভাঙ্গায় ওহাব মাতুব্বর (৭০) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যার পর একটি ফাকা বাড়ির ৩ তলায় মরদেহর হাত-পা বেঁধে রেখে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফরিদপুর পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ সিআইডির টিম ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার ও তদন্তকার্য চালায়।
বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত বৃদ্ধ উপজেলার তুজারপুর গ্রামের বাসিন্দা ও নাসিরাবাদ আলেখারকান্দা গ্রামের প্রয়াত ডাক্তার জামাল উদ্দিন খলিফার বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ডাক্তার জামাল খলিফা মারা যাওয়ার পর তার ৩ তলা বাড়িটি ফাঁকা থাকতো। জামালের দুই মেয়ে তারা তাদের পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তাই ওই বাড়ির দেখভাল করার জন্য ওহাব মাতুব্বরকে বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, গত কয়েকদিন যাবত বাড়িটি সন্ধ্যার পরেও অন্ধকার থাকতো। যেখানে সন্ধ্যার পর পরই ওই বাড়িটি বিদ্যুতের আলোয় চারিদিকে জ্বলজ্বল করতো। অথচ, আজও সন্ধ্যার পর রাত পর্যন্ত বাড়িটি অন্ধকারাচ্ছন্ন ও সুনসান নীরবতা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন মই দিয়ে বাড়ির তিন তলার জানালায় উঠতেই দূর্ঘন্ধ টের পায়। ততক্ষনাত ভাঙ্গা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মো: আসিফ ইকবাল এই প্রতিবেদককে জানান, তিনি ও ভাঙ্গা থানার ওসি ঘটনাস্থলে যান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। গতকাল রাতে লাশটি উদ্ধার করা হয়েছে, আজ বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন