ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় আমিনুল হকের শোক
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা—খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের দিগনগর তেঁতুলতলা এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৫ জন সদস্যসহ ১৩ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
তিনি নিহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এছাড়া সারাদেশেই প্রতিনিয়ত এধরনের দূর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, প্রতিদিন এত মানুষ মারা যাচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। সরকারের প্রধান লক্ষ্যই হচ্ছে বিএনপিকে নির্মূল করা। মামলা-হামলা ও জেল-জুলুম দিয়ে বিএনপিকে পরাজিত করা। আমাদের সবকিছু সয়ে গেছে।
গত ৭ জানুয়ারি নির্বাচনের সময়কালীন বিএনপির নেতাকর্মীদের উপর যেভাবে মামলা-হামলা ও নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছে। এখন আর নতুন করে এসব করে লাভ হবে না। মামলা-হামলা নির্যাতন করে আন্দোলন দমনের জন্য বিএনপিকে কখনোই দুর্বল করা যাবে না।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন