ফাঁদে ফেলে ১২৭ কোটি টাকা হাতিয়ে নেয় ভুয়া কল সেন্টার চক্র
কল সেন্টারের মাধ্যমে বিদেশি নাগরিকদের ফাঁদে ফেলে অর্থ আত্মসাতের অভিযোগে ভারতের রাজধানী দিল্লিতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সাড়ে চার হাজারের বেশি মানুষের সঙ্গে প্রতারণা করে ১২৭ কোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।
গতকাল বুধবার দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এ তথ্য জানায়। রাজধানীর মোতিনগর এলাকায় একটি ভুয়া কল সেন্টারের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে গত মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিদেশি নাগরিকদের আইনি মামলায় জড়ানোর হুমকি দিয়ে বিটকয়েন এবং গিফট কার্ডের মাধ্যমে এই অর্থ আদায় করে আসছিল চক্রটি। ভুয়া কল সেন্টার থেকে ৮৯টি ডেস্কটপ এবং সার্ভার উদ্ধার করা হয়েছে।
দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা অন্যেষ রায় জানান, দুই-আড়াই বছর ধরে বিভিন্ন জায়গা থেকে অবৈধ কল সেন্টারটি চালানো হচ্ছিল। তারা বিদেশি নাগরিকদের কাছে ভয়েস মেইলের মাধ্যমে রেকর্ড করা ভয়েস মেসেজ পাঠাত।
বিদেশি নাগরিকরা এই ভয়েস মেসেজে সাড়া দিলে ভারতে কল চলে আসত। এই চক্রের মূল হোতা দুবাই থেকে নিয়ন্ত্রণ করে আসছিল। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন