ফিট হতে জিমে ১০ ঘণ্টা কাটাচ্ছেন কারিনা!
ফের জিরো ফিগারে ফিরতে চাইছেন কারিনা কাপুর খান। আর সেই কারণে তিনি জিমে প্রায় ১০ ঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন।
মিড ডে’র খবর অনুযায়ী, গত সপ্তাহ থেকে কারিনা প্রতিদিন ১০ ঘণ্টা করে সময় জিমে কাটাচ্ছেন। যে করেই হোক, ফের জিরো ফিগারে ফিরতে চাইছেন এই নায়িকা।
বর্তমানে ভীর দি ওয়েডিংয়ের শুটিংয়ে ব্যস্ত কারিনা। আর সেখান থেকে সময় বের করেই ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটিয়ে দিচ্ছেন তিনি।
জি নিউজ পত্রিকার খবরে বলা হয়, তৈমুর আলি খানের জন্মের পর বেশিদিন বিশ্রাম নেননি তিনি। প্রথমে বিজ্ঞাপনের শুটিং শুরু করেছেন। আর এখন সিনেমার শুটিং করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন