ফিদেল কাস্ত্রোর ছেলের আত্মহত্যা
কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বড় ছেলে ফিদেল কাস্ত্রো দিয়াজ-বালার্ট আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ৬৮ বছর বয়সী দিয়াজ-বালার্ট আত্মহত্যা করেন। তিনি বহুদিন ধরেই মানসিক অবসাদের জন্য চিকিৎসা নিচ্ছিলেন। খবর রয়টার্স।
বাবা ফিদেল কাস্ত্রোর সঙ্গে চেহারার মিল থাকায় কাস্ত্রো দিয়াজ বালার্ট ফিদেলিতো নামেও পরিচিত। মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবসাদ আর বিসন্নতা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কিউবা ডিবেট ওয়েবসাইটের এক খবরে বলা হয়েছে, কয়েক মাস ধরেই একদল চিকিৎসকের তত্ত্বাবধানে থাকা কাস্ত্রো দিয়াজ বালার্ট বৃহস্পতিবার সকালে আত্মহত্যা করেছেন। ফিদেলিতো ১৯৪৯ সালে জন্মগ্রহণ করেন।
দিয়াজ বালার্ট ছিলেন একজন পারমাণবিক পদার্থবিদ। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নে পড়াশুনা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কিউবান কাউন্সিল অব স্টেটে বৈজ্ঞানিক পরামর্শদাতা এবং কিউবান একাডেমি অব সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি কিউবার জাতীয় পারমাণবিক কর্মসূচির প্রধান ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন