ফিনল্যান্ডের উদ্দেশে সৌদি ছেড়েছেন প্রধানমন্ত্রী
সৌদি আরব থেকে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দিবাগত মধ্যরাত ১টা ২৫ মিনিটে জেদ্দা বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হতে Lufthansa Air এর LH-653 ফ্লাইটে করে ফিনল্যান্ডের হেলসিম্কি উদ্দেশে রওনা হন।
এর আগে মদিনায় মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা জেয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন।
জাপান সফর শেষে বাদশার আমন্ত্রণে ৩১ মে সৌদি আরব আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং মুসলিম বিশ্বের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২৮ মে প্রধানমন্ত্রী আবে শিনজোর আমন্ত্রণে নিকেই সম্মেলন ও দ্বিপাক্ষিক সফরের জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান-সৌদি-ফিনল্যান্ডে ত্রিদেশীয় টানা ১২ দিনের সরকারি সফর শেষে ০৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন