ফিলিপাইনে ৮৫ জন যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুলু প্রদেশের পার্বত্য শহর পটিকুলের বাংকাল গ্রামে সামরিক বাহিনীর একটি বিমান রানওয়েতে নামতে গিয়ে বিধ্বস্ত হয়েছে।
রবিবার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট ও বার্তা সংস্থা এপি।
প্রতিবেদনে বলা হয়, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা জানান, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। তবে বিমানটিতে মোট কতজন ছিলেন সে ব্যাপারে তথ্য জানানটি তিনি।
বলেন, বিমানটি দক্ষিন ক্যাগান দে ওরো শহর থেকে সৈন্য পরিবহন করছিল। এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে মিস করেছে এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপরই বিধ্বস্ত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















