ফিলিপাইনে অবস্থান করা ৮৯ বিদেশি জঙ্গির মধ্যে ৩ বাংলাদেশি!
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও এলাকায় ৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধা (আইএসপন্থী জঙ্গি) অবস্থান করছেন বলে দেশটির সংবাদমাধ্যম ম্যানিলা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এদের মধ্যে তিনজন বাংলাদেশিও আছেন বলে খবরে বলা হয়েছে।
ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, সন্দেহভাজন ৮৯ জন বিদেশি যোদ্ধা মারাওয়ি শহরসহ মিন্দানাওয়ের বিভিন্ন এলাকায় যুদ্ধে অংশ নিচ্ছেন। এসব জঙ্গি ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ার সীমান্ত দিয়ে ফিলিপাইনে প্রবেশ করেছেন বলে ধারণা নিরাপত্তা বাহিনীর।
৮৯ জন সন্দেহভাজন বিদেশি যোদ্ধার মধ্যে ২৮ জন ইন্দোনেশিয়ার, ২৬ জন পাকিস্তানের, ২১ জন মালয়েশিয়ার, ৪ জন আরবের, ৩ জন বাংলাদেশের, একজন ভারতের এবং একজন সিঙ্গাপুরের নাগরিক। বাকি পাঁচজনের পরিচয় এখনও অনিশ্চিত।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং অন্যান্য দক্ষিণপূর্ব এশিয়ার ইসলামি জঙ্গিরা জিহাদে অংশ নেওয়ার জন্য ফিলিপাইনে বেশি আসছেন বলে প্রতিবেদনে বলা হয়।
ফিলিপাইনের নিরাপত্তা বাহিনীর প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেটে অনুপ্রাণিত প্রায় ২৫০-৩০০ জঙ্গি মারাওয়ি শহরে অবস্থান করছে, যাদের মধ্যে কয়েক ডজন বিদেশি যোদ্ধা আছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন