ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ

ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলা, নির্যাতন ও নির্বিচারে সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) জুম্মার নামাজ পর বেলকুচি পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসুল্লি ও তৌহিদি জনতা ইসরায়েল ফিলিস্তিনের উপর বর্বর হামলা, নির্যাতন ও নির্বিচারে সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বেলকুচি পৌর এলাকার আল-আমান জামে মসজিদে বিভিন্ন মসজিদের মুসুল্লিরা জড়ো হয়ে একযোগে মিছিল বেরহয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভে অংশ গ্রহণকারী পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা জানান, ফিলিস্তিনের সাধারণ জনগণের উপর ইসরায়েলের এমন বর্বর হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না। ইসরায়েলের এমন হামলায় ফিলিস্তিনের সাধারণ মানুষ মরছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে দ্রুত সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

এসময় বেলকুচি পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং মাদ্রাসা ছাত্রসহ সকল শ্রেণির পেশার মানুষ অংশ গ্রহণ করে। উল্লেখ্য, হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ৭ই অক্টোবর ২০২৩ শে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি হামলা শুরু করে। হামাস একে অপারেশন আল-আকসা ফ্লাড নামে অভিহিত করেন।