ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে হরতাল ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী হামলার প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে হরতাল, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বীরগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে শুরু হয় এ কর্মসূচি শুরু হয়। ‘সকলের প্রতিবাদ, ফিলিস্তিনের পাশে বাংলাদেশ’এই স্লোগানে আয়োজিত কর্মসূচিতে দলমত নির্বিশেযে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। এবং একাত্মতা প্রকাশ করে ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ রাখেন।
বিক্ষোভকারীরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন এবং তার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে বীরগঞ্জ-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করা হয়, যা চলে দুপুর পর্যন্ত। এতে উভয় পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা, বিশেষ করে নারী ও শিশুরা চরম ভোগান্তির শিকার হন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “গাজায় শিশু, নারী ও নিরীহ মানুষের ওপর নির্বিচারে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েল প্রকাশ্য মানবতা বিরোধী অপরাধ করছে। এই বর্বরতা বন্ধে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, ছাত্র ও যুবনেতা, মুক্তিযোদ্ধা, দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির নেতারা। তারা বলেন, “বীরগঞ্জসহ সারাদেশে ফিলিস্তিনের পক্ষে গণসমর্থন গড়ে তুলতে হবে।”
অপরদিকে, বিকেল ৩টা ৩০ মিনিটে বীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা আমিরের নেতৃত্বে পৃথক এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এই মিছিলেও বিভিন্ন শ্রেনিপেশার মানুষ অংশ নেয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন