ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে নওগাঁর আত্রাই ও রাণীনগরে বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজা উপত্তকায় ইসরায়েলের গণহত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে এবং গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে বিক্ষোভ করেছে নওগাঁর আত্রাইয়ের সর্বস্তরে তৌহিদী জনতা ও রাণীনগরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ।
বিক্ষোভ থেকে বিভিন্ন ধরনের প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন ব্যবহার করে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে বিক্ষোভকারীরা।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় নওগাঁর আত্রাইয়ে তৌহিদী জনতার উদ্যোগে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ গেটে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা।
এসময় তারা ‘ইসলামের শত্রুরা/ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘নেতানিয়াহু/ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে’; ‘ইসরায়েল সমর্থক আর্জেন্টিনা ব্রাজিল, বয়কট বয়কট’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভে তৌহিদী জনতা ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য মোঃ খবিরুল ইসলাম।তিনি ফিলিস্তিনের নির্যাতিত, গণহত্যা বন্ধ, যুদ্ধ বিরতি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ভূমিকা রাখার দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ নওগাঁ -৬ (আত্রাই -রাণীনগর) আসনের এমপি প্রার্থী মাওলানা আক্তারুজ্জামান। ইসলামি আন্দোলন বাংলাদেশ আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান।
উপজেলা জামায়তে ইসলামির নায়েবে আমীর ওসমান গনি,পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহিন,আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আদর,যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ, পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,পাঁচুপুর ইউনিয়ন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম জনি সহ উপজেলা তৌহিদী জনতা।
এছাড়াও নওগাঁর রাণীনগরে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন