ফুটবলের মহাআসরের লাইভে সাংবাদিকের শ্লীলতাহানি (ভিডিও)
রাশিয়া বিশ্বকাপ ফুটবলের লাইভ কভারেজ দিতে গিয়ে যৌন হেনস্থার শিকার হয়েছেন এক নারী সাংবাদিক। এ নিয়ে বিশ্বের গণমাধ্যমগুলোয় ব্যাপক আলোচনা চলছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, সরাসরি সম্প্রচারের সময় এক দর্শক জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের ওই নারী সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করেন।
ঘটনা ছড়িয়ে পড়লে অনেকে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকে আবার সার্বিকভাবে বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সারানস্ক শহরে ফুটবল ম্যাচ নিয়ে সরাসরি সম্প্রচারে ছিলেন কলম্বিয়ার সাংবাদিক জুলিয়েথ গঞ্জালেজ থেরান। জার্মান টিভির স্প্যানিশ নিউজ চ্যানেলের হয়ে কথা বলার সময় হঠাৎ ফ্রেমে ঢুকে পড়েন দীর্ঘদেহী এক ব্যক্তি।
মুখ ভরা হাসি নিয়ে তিনি জুলিয়েথের শ্লীলতাহানির পাশাপাশি গালে চুম্বনও করেন। এরপর হাসিমুখে দ্রুত ফ্রেম থেকে বেরিয়েও যান তিনি।
জুলিয়েথ অবশ্য পেশাদারিত্ব বজায় রাখতে এমন অস্বস্তিকর পরিস্থিতিতেও স্বাভাবিক থাকার চেষ্টা করেন। পরে ডয়েচে ভেলে’র তরফে ইনস্টাগ্রামে ওই ঘটনার ভিডিও শেয়ার করে তা ‘যৌন আক্রমণ’ হিসেবে উল্লেখ করা হয়।
স্বয়ং জুলিয়েথও পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেন, ‘সম্মান করুন। এমন আচরণ মোটেই কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই পেশাদার এবং সমান মূল্যবান। ফুটবলে আমিও আনন্দ পাই। তবে আনন্দের সীমা সম্পর্কে সচেতন থাকতে হবে। আনন্দ মাত্রা ছাড়ালে হেনস্তার কারণ হতে পারে।’
পরে ডয়েচে ভেলে’র এক আলোচনায় জুলিয়েথ বলেন, ‘সম্প্রচারের জন্য আমরা প্রায় দু’ঘণ্টা ধরে ওখানে প্রস্তুতি নিয়েছিলাম। তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু, যখনই লাইভে দাঁড়াই, তখনই সেই মানুষটি সুযোগ নেন। লাইভের পরে আমরা তাকে খুঁজেছি। কিন্তু, দেখা মেলেনি।’
রাশিয়ার মতো দেশে দিনে-দুপুরে প্রকাশ্যে এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অনেকে। তাদের মতে, এমন ঘটনা বিশ্বকাপ ফুটবলের নিরাপত্তা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন