ফুটবলে ধোনিদের কাছে উড়ে গেল বলিউডের নায়করা

ধোনির চোখ কপালে তোলা বাঁকানো ফ্রি-কিক, কোহলির দর্শনীয় চিপ। সঙ্গে শেখর ধাওয়ানদের দাপট। প্রীতি ফুটবল ম্যাচে বলিউডের হিরোরা ক্রিকেটারদের বিপক্ষে দাঁড়াতেই পারেননি। রনবীর সিংহের দুর্দান্ত পারফর্ম্যান্সের পরও তাদের হারতে হয়েছে ৭-৩ গোলে।

সেলিব্রেটি ক্লাসিকো নামের এই টুর্নামেন্ট আয়োজন করেন বিরাট কোহলি এবং অভিষেক বচ্চন। এটি ছিল দ্বিতীয় আসর। প্রথমবার ম্যাচটি ২-২ গোলে ‘ড্র’ হয়েছিল। কোহলির দলের নাম ছিল অল হার্টস। নায়করা অল স্টারস নাম নিয়ে খেলতে নামেন।

ম্যাচের শুরু থেকেই মাঝমাঠ দাপিয়ে খেলতে থাকেন ধোনি। তার পাস থেকে এগিয়ে যায় অল হার্টস। ধোনি দ্বিতীয় গোল করেন ফ্রি-কিক থেকে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

ধোনির পাশাপাশি তার মেয়ে জিভাও আলো কেড়েছে। ম্যাচ শেষে ক্লান্ত বাবার জন্য মাঠে জল নিয়ে হাজির হয় সে।

ধোনির পাশাপাশি গোল পেয়েছেন কোহলি, জোড়া গোল করেন সাবেক ওপেনার ক্রিস শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ শ্রীকান্ত। স্কোর শিটে নাম লেখান ওপেনার শেখর ধাওয়ান এবং কেদার যাদবও। অল স্টারসের হয়ে এক গোল করার পাশাপাশি আরেকটিতে অবদান রাখেন রনবীর।