ফেনীতে বাস খাদে, ঝরলো ৬ প্রাণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/road-acc-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ২০ জন।
শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কে আমিনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস ফেনী-নোয়াখালী সড়কে আমিনগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এসময় চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ২০ যাত্রী। হতাতদের উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন