ফেরদৌসকে নিয়ে মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী
ভারতে গিয়ে তৃণমূলের এক প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া ভুল হয়েছে স্বীকার করে এজন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস।
তবে এ ঘটনায় ভারত থেকে যে ধরণের প্রতিক্রিয়া দেখানো হয়েছে তা অতিরিক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আব্দুল মোমেন বলেন, ‘ভারতীয়রা এত স্ট্রং রিঅ্যাক্ট করেছে, তা–ও আমার কাছে বেশি লাগল। রিঅ্যাকশনটা একটু বেশি হয়ে গেছে।’
বুধবার (১৭ এপ্রিল) রাতে কনস্যুলার কর্প অব বাংলাদেশ (সিসিবি) আয়োজিত অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘উনি (ফেরদৌস) তাঁর বন্ধুর জন্য গিয়ে ক্যাম্পেইন করেছেন। তবে সেটি দুঃখজনক।’
তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো বাংলাদেশকে কিছু জানানো হয়নি বলেও জানান মন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন