ফের কর্মবিরতিতে ইবি শিক্ষক সমিতি
সর্বজনীন পেনশনসংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে ফের অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে মঙ্গলবার (৪ জুন) সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত অনুষদ ভব এই কর্মবিরতি পালন করেন শিক্ষকরা।
অন্য দাবিগুলো হলো, প্রতিশ্রুত সুপার গ্রেডে শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। কর্মবিরতি চলাকালে শিক্ষকরা শ্রেণিকক্ষে অংশ নেননি। তবে চলমান পরীক্ষাসমূহ এই কর্মসূচির আওতায়মুক্ত ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, সিনিয়র শিক্ষক অবসরের পর ১ কোটি ১৫ লাখ টাকা পায়। এই নীতির ফলে তবে বর্তমান শিক্ষকদের টাকার পরিমান অনেক কম হবে। এছাড়াও প্রতিটি শিক্ষকের একজন করে নমিনি থাকে। শিক্ষকদের অনুপস্থিতিতে তারা আজীবন টাকা পাবে। তবে এখন নমিনি ৭৫ বছর পর্যন্ত টাকা পাবে। এত বৈষম্য থাকলে পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবে না।
এর আগে গত মঙ্গলবার (২৮ মে) সকাল ১০:০০ টা থেকে দুপুর ১২:০০ টা পর্যন্ত (দুই ঘণ্টা) কর্মবিরতি পালন করেন ইবি শিক্ষক সমিতি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন